নরম বুকের ক্লিভেজ থেকে এখনও উঠে আসে প্রেম, প্রেম গন্ধ
যদিও নরম আলো নিভে গিয়ে মহাবোধি হেসে ওঠে সে আঙিনায়
মঞ্চের ছেদোকথায় সম্মিলনের বারান্দা আজ নিরুত্তাপ নিঃসঙ্গ
একফালি চাঁদে ম্রিয়মান অন্ত্যজ জ্যোৎস্নাই অবশিষ্ঠ।
মাঝে, মাঝেই স্মৃতির ফাঁকফোকর গলে উঠে আসে আবছা চলচ্চিত্র
বড় তীব্র আলোর রোশনাই ছড়ায় রাজনীতির চলচিত্র
কলঘরের জলপ্রপাতে বড় অবলম্বনহীন অসহায় বার্ধক্যে –
আয়ুর শেষ প্রান্তে আজ শুধু অবলম্বন অন্ধকার অবশিষ্ঠ।
“মেঘে ঢাকা তারায় ” অপসৃয়মান আলোর বহ্নি –
দুহাতে খামচায় অনাস্বাদিত স্বপনের ঘুমন্ত নিষ্প্রভ দৃষ্টি
জীবনের ক্যানভাসে অবশিষ্ঠ রঙের বিচ্ছুরণ
আরও কিছুদিন হয়তো মনের বিবর্ণ আকাশ রাঙাবে –
খেলাভাঙার শেষ বাঁশি বাজার মৌন অপেক্ষায়।