দেখছি,
চোখের সামনে,
ভয়ানক এই দিনগুলি,
এ কেমন তোমাদের চেহারা?
বলেছিলে তোমরাই হবে আগামীর রক্ষক,
তোমাদের বরণ করে ঘরে তুলেছিল যারা,
অন্ধকার সময়ের জালে নজর বন্দী তারা।
এখন রক্ষক নও তোমরাই ভক্ষক।
অসহায় মানুষের নেই সাহারা।
তোমরা গিয়েছো ভুলি।
তাই আনমনে।
ভাবছি।