হঠাৎ এমন রাত্রি আসুক নেমে
কালোর থেকে ও নিকষ অন্ধকার
কালপুরুষের অস্ত্র উঠুক জ্বলে
আকাশ করুক পুড়িয়ে ছারখার
এমন একটা রাত্রি আসুক নেমে
ভোরের আলো না যায় যেনো দেখা
জীবন শুধুই গ্লানির বোঝা টেনে
পৌঁছবে ঠিক শেষের আশেপাশে
যুদ্ধ শেষে হোক না পরাজয়
লাভের খাতা শূন্য পড়ে থাক
সময় কি আর ফিরবে বারংবার
আলো আঁধারের যুদ্ধ হবার শেষে
এমন কতই ভাবনারা যায় আসে
দু হাত শুধুই আঁধার করে জড়ো
দেই না সাড়া ডাকলে ভোরের আলো
অন্ধকার হোক সঙ্গী সারাক্ষণ