ধূসর প্রান্তর পেরিয়ে ছুটে চলি ছায়া আবছায়ার সন্ধানে,
বিবর্ণ শুষ্ক বাতাসে ভাসে অবিরাম ধূলিকণা,
অনুরাগের পরাগ রেণু বাতাস গায়ে মাখে ইচ্ছে অনিচ্ছেয়,
হলুদ আঁচল জড়িয়ে আছে ক্ষেতের পর ক্ষেত,
সম্ভাবনার ফসলে উপচে পড়ে পোয়াতি এই ক্ষণ
সময় কিছুটা থিতু হলে শুকনো ডাল ঋতুমতী হয়,
কিশলয় জানান দেয় আগামীর প্রত্যয়ী কথা,
আচমকা অভিমানী মনোমেঘ ঝরে একপশলা,
ধুয়ে দিয়ে রায় পালাবদলের সঞ্চিত গ্লানি।
দিনলিপি লিখে চলে সবুজ সজীবের কথা,
ভালো আছি,
বেশ ভালো আছি,
অসীম নিঃশ্বাস আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে বুকে,
টেনে নিই গভীর থেকে গভীরতর অন্তর্বৃত্তে……