চলে যাবে!! এত জলদি!!
এই অনর্গল বকবক করা চনমনে আমিটা,
এই বার্তা পেতেই কেমন যেন দল ছুট মেঘের মতো একাকী নিঃসঙ্গতায় থমকে গেলাম…!
ঝুপ করে সন্ধ্যা নামার মতো …
মনের মধ্যে আঁধার নেমে হঠাৎ যেন ,
শুন্যতার প্রলেপ মাখা আমিতে রুপান্তর।
থাকো না আর একটু…
জানিতো সময়ের কাছে দাস খত দেওয়া সবাইকে নিজ কাজের মগ্নতায় ক্ষণিকের সরে যেতে হয়!
আবার ফিরবো সেই চনমনে গল্পের আড্ডায় ..
ওই দূরে মন্দিরের সন্ধ্যা আরতি,শঙ্খ নাদ,
প্রদীপের আলোয় মন ভালো করে দেওয়া মুহুর্তরা, পবিত্র এই ক্ষণে মাথায় টোকা দিয়ে বলবে তুমি…
“পাগল নাকি…! কোথায় আর যাবো,
যাই নি কোত্থাও..এই যে একদম পাশে…,মন দিয়ে কাজ করতে হয় নইলে পিছিয়ে পড়তে হয়”!