বিষাদের আনাগোনা বেলোয়ারি ঝাড়ে
বেদনায় কাতরতা দৃষ্টি খানি কাড়ে।
রক্তঝরে অঙুলিতে তবু নৃত্য চলে
বাহবা বাহবা শব্দ তাঁবেদারে বলে।
টাকা ওড়ে মুহুর্মুহু সেলামির রূপে
অধরেতে হাসি নিয়ে যন্ত্রণাতে চুপে।
নূপুরে শিঞ্জিত পদে বাবু আত্মহারা
লহরির কেরামতি সবে মাতোয়ারা।
ছিঁড়ে গেল চিকারি যে কেটে গেল সুর
লয়ে তালে ছেদ পরে বাবু কহে দূর।
জমিদারি মেজাজেতে কর্কশতা ধরে
ছত্র ভঙ্গ আসরেতে মদ্য পানে ভরে।
নতুনের রাগে বাজে সরোদে সেতারে
পেশাগত দক্ষতায় নর্তকী না হারে।
মুখোশেরি আড়ালেতে যন্ত্রণাতে চাপা পড়ে
বেলোয়ারি ঝাড়ে ওই নব আলো ধরে।
আতরের গন্ধ মেখে ফেরে ভোর রাতে
শুষ্ক মালা অনাদরে পদ পৃষ্ঠ ঘাতে।
নর্তকীর দীর্ঘশ্বাসে বিষাদেতে পূর্ণ
জমিদারি ঠাটেবাটে অন্তকালে শূন্য।