তোমায় ধরে রাখতে আমার কিচ্ছু লাগে না,
সত্যিই কিছু লাগে না,না কথার চমক না যাদু..,
রোজ ঘুমাতে যাওয়ার আগে ও ঘুম ভাঙা মুহূর্তে, দু হাত বাড়িয়ে তোমায় ছুঁয়ে শুরু হয় আমার দিন।
স্রোতস্বিনী নদীর মতো বয়ে যেতে অভ্যস্ত সম্পর্কের বুদ্বুদ,
প্লাবন আঘাতে দুই কূল ভাঙার মধ্যে ক্ষয়িষ্ণু মাটিতে চির ফাটল ,
তবু তোমার সান্নিধ্য,পরস্পরকে ভালো থাকতে হবে এই সাবধান বাণীতে আমাদের বোঝাপড়ার সেতুবন্ধন।
দূরত্বে খানিক দূরে থাকি তো কি আছে,
আন্তরিকতার ছোঁয়ায় কখনো মনেই হয় না তুমি পাশে নেই!
না থেকেও বরং অনুভবের লেপ্টে থাকা মুহূর্তরা জীবন্ত হয়ে রোজ প্রার্থনা জানায়,
” আমি যেন ভালো থাকি,সাবধানে যাই,
আমার ভালো থাকাতেই তোমার ভালো থাকা”।
এই নির্ভেজাল আনন্দ,এই সুন্দর উপলব্ধি সুগন্ধি ধূপ জ্বেলে দেবতার চরণে ফুল,মিষ্টি সহ নৈবেদ্য দেওয়ার থেকেও বহুগুণ মন পবিত্র করে।
ফেসবুক সাম্রাজ্যে শুধুই ফাঁদ,প্রলোভন,কাছে যাওয়ার মরিয়া চেষ্টার ঝলকানি,
দেখন দারি,পিঠ চাপড়ানো স্ট্যাটাসের মাঝে আমরা সত্যি ভালো আছি পরস্পরকে ছুঁয়ে।