রংচটা জানালার ধারে রোজ দাঁড়াই –
শাল পিয়ালের ঘন ফাঁক গলে
যদি নেমে আসে রোদের ঝিলিক ,
উল্লাসের বাকি সময়ে পাখির কলতান
পোয়াতি বেলায় সময় কাটে স্বপ্নময় ।
নির্জন ঘন্টাঘরে শুয়ে আছে অঢেল শূন্যতা ,
আছে পাতাঝরা শোভাযাত্রার ঘন বিষাদ ,
শুকনো শাখায় কিশলয় স্বপ্ন বয়ে আনে প্রত্যাশার,
জেগে উঠে নব উদ্যমে,
নব সবুজ সতেজ অবগাহনে,
পুঞ্জীভূত বিষাদ ভরে গেছে মিত্রাক্ষর ছন্দের মননে ……….
হিমজর্জর চাঁদের জবুথবু আঁচল ,
খুঁজে চলে উষ্ণতার একনিষ্ঠ ওম্ ,
অদম্য তেষ্টায় আকণ্ঠ জুড়ে নামে অনুরাগের ঢল……….
তীব্র প্রত্যয়ে ছুঁতে চেয়েছে সময়কে,
অসূর্যম্পশ্যার হৃদয়ময় নিবিড় উপলব্ধি …….