নিরবিচ্ছিন্ন সেই সুখ-
মাখা সোহাগে ভরানো মুখ
তোর এতো প্রেমে ভরা বুক
লাজে রাঙানো উৎসুখ-
বেদনায় বিড়ম্বিত অহর্নিশ
কে শোনালো কালিমার বন্দিস ?
কে বদলাল ও দেহ নিশুতি রাতে
খুবলে খেলো পাশবিক দু হাতে ?
ভেঙে দিল খেলাঘর নয়নের যমুনায়
নীড় ভাঙা ঢেউ আজ করেছে অসহায় ।