সব নিঝঝুম !রাত্রি গহীন আঁধারের চাদরে মোরা,
ঘুমন্ত ঝিঁঝি, নিভু নিভু জোনাকির আলো…
আচমকা অতৃপ্ত স্মৃতিদের আর্তনাদে অদৃশ্য এক আকর্ষণ অনুভব করি প্রায়ই l
মৃত হাসিদের কবরের মাঝ হতে বালুকাময় পথ
পেরিয়ে চলেছি অদৃশ্য আকর্ষণের পিছু পিছু l
প্রবহমান স্রোতের হাতছানিতে মিশে যাচ্ছে সেই ছায়া l
আকর্ষণের আড়ালে ভালোবাসার অন্তরালে সুখ স্বর্গের নিরালায়..
এক বিশাল বড়ো ঢেউ আমাকে হারিয়ে নিয়ে যাচ্ছে l
আমি সহস্র বার চেয়েছি সেই ছায়ার সহিত প্রতারণা করতে,
কিন্তু এক মায়াবী আলেয়া আমাকে মুক্তির আস্বাদের লোভ দেখাচ্ছে ক্রমশ l
ঘন কালো মেঘ কে যেমন বেইমান আকাশ বৃষ্টি রূপে তাড়িত করে,
আমিও বালুকাময় মাটির বুকে কবর দিতে চাই আমার অনুভূতিকে…
কিন্তু আমি ব্যর্থ !
স্মৃতি-বিস্মৃতির ভার বহন করতে করতে ভীষণ ক্লান্ত আমি l
মাতালের মতো টলতে টলতে পিছু ধাই অদৃশ্য আকর্ষণের l
হৃদয় এখন মারাত্মক আহত,তবুও স্বপ্নে এখনো ভেসে বেড়াই শূন্য হতে মহাশূন্যে l
বীভৎস সুন্দর !ধূসর নির্জন পথে অতৃপ্ত আত্মার তুমুল আকর্ষণ,
পৃথিবীতে অন্ধকার নামার সাথে দীর্ঘ-নিঃশ্বাস ফেলে l
ভীষণ বিব্রতকর এই অস্তিত্ব, কি বিকট, অসহায় দর্শন l
রাত্রির অন্ধকার শেষ হওয়ার সাথে উড়ে যায় সেই বিষণ্ণ ছায়া,
আমি অদৃশ্য রেখার পথ বেয়ে ফিরে আসি জীবনের ব্যস্ততার ভিড়ে ll