এখনও তোমার ঘুম ভাঙলো না
বিস্মৃতির অন্তরালে লুকিয়েছ –
চিদানন্দ যতকিছু আয়োজন
মলিনতার ধ্বনি তোলে মর্মরিত তোপবন।
জনান্তিকে বলেছো তো মনের কথা
মন্দ্রাকান্তা ছন্দে কলমের ব্যাথা
প্রতিটি রাতের অন্ধকারে-
কার প্রতীক্ষায় গাঁথ সহস্র অক্ষরমালা ?
নীরবে রতিপ্রাপিত অনিচ্ছার সন্তান
বঞ্চনার ক্রোধে বলবীর্য ধারণে
মাথা তোলে বীরপুঙ্গব,হাজার অভিমানী কর্ণ-
কালের অভিশপ্ত করাল ছায়ায় নির্বাপিত জন্ম।
অতৃপ্ত অবগাহন , উন্নাসিক অ-মুকুলিত কুসুমকলি
মাপনহীন অগ্নিসম রবির কিরণে –
সময়ের যত হৃদয় নিঃসৃত পাপ-তাপ –
হোক লেলিহান শিখায় শুদ্ধিকরণ আতঙ্কের খণ্ডবদাহন।