বাঁচবে না কেউ বাঁঁচবে না আর ৭০ হলে পরে
সবাই যখন গলা টিপে ধরে বাঁচবে তারা কি করে।
যদি বেঁচে যায় তবু তারা মরে কতো শত কর ভারে
সব থেকে বড়ো লুঠ করে নেয় সরকার বাহাদুরে।
সত্তর পার যার মেডিকেল নেই তার বীমাও তো নেই
বয়সের ভারে বাড়ে সব পীড়া তার উপশম নেই।
পাবেনাকো কোনো ওষুধ পত্র পথ্যেরো এতো দাম,
সত্তর হলে মরে যাওয়া ভালো বেঁচে থেকে নেই আরাম।
জনসংখ্যার চাপ তাই বুড়োরা আপদ বালাই
বুড়ো বুড়ী গেলে ঝামেলা চুকলে আর কোনো ভয় নাই।
সত্তর হলে মাথা ঝুলে পড়ে সব কিছু চাই চাই
বুড়ো বুড়ীগুলো সব প্রতিবাদী তাই মরে যাওয়া চাই।
পেনশন পাবে নাকো হাত পা ও চলে নাকো শুধু খাই খাই
সার কথা বুঝে গেছে তোলাবাজ সরকার মশাই।
কিছুই পায় না তারা বন্ধ সব মাসোহারা তবু কর কাটা চাই
সব ট্যাক্স কেটে নেয় নিঃস্ব করে ছেড়ে দেয় সরকার মশাই।
যার ছেলে মেয়ে আছে বিদেশে সবাই
কে বুড়ো বুড়ীকে দেখে তার ঠিক নাই।
বুড়োদের জেলখানা যত বৃদ্ধাবাস
ফেলো কড়ি মাখো তেল ঠিক হাজতবাস।
কে পাশে দাঁড়াবে বলো অশক্ত শরীর
দুর্বল দেহ মন অক্ষম বৃদ্ধের বেদনা অধীর।
বুড়ো বুড়ীর সম্পত্তিতে সবার লোভের আশ
চারপাশ দেখে বুঝি সত্তর সর্বনাশ।