দীর্ঘ ২৬ বছরের পুরনো ইতিহাস আজ কাঁদালো আমায়
মুছে যাওয়া কথাগুলো সব নতুন করে ভাবালো আমায়
আমি যেন মরে গেছি; ইতিহাস বেঁচে আছে
মরে গিয়েও বেঁচে আছি; কত কিছু আছে বেঁচে
আমি কাঁদতে চাইনি, ভাবতে চাইনি, চাইনি বলতে কিছু ও সব
মনের বেখেয়ালে নিজেরই অজান্তে ধরা দিল সে সব
সময়ের খাতায়; স্মৃতির পাতায়; সবকিছুই যেন পরশ পাথর
আমি বেখেয়ালি মন যখন তখন হই দেহ নিথর
কদিনের চঞ্চলতা বাড়িয়েছে ব্যাকুলতা
হৃদয়ের গহীনে প্রশ্ন করে যত শত শত আকুলতা
আমার তারুণ্যে ছিল যারা অভয় অরণ্য
তাদের এই জাগরণে আজ যেন হয়ে প্রকাশ মুক্তধারা,আমি হই মহামান্য
চলে গেছে আজ তারা এক্ষুনি বহু দূরে
প্রকাশ্য দিবালোকে দেখি আমি অন্ধ পৃথিবী, হেঁটে চলি সেই পথ ধরে
এখনো সেই পৃথিবীর মায়ায় পথ হাটি অবিরত
কারা যেন বলেছিল হতে সংযত; কারা করেছিল প্রতিহত
অপলক দৃষ্টির ছায়াপথে হেঁটে চলি আজও এই অসময়ে
তোমাকে দেখে মুগ্ধ হয়েছি বারংবার নিয়মে অনিয়মের নিয়ন্ত্রণে
মুগ্ধতার বিবরণীর সূত্র কষা নেই আজ কোন খানে
দুরন্ত জাহাজের মাথা চাগাড় দিয়ে ওঠে আজ পুরনো স্মৃতির পানে
দেখো মুখপানে ঐ মোর জীবনে ধজা
এ হেন মুহূর্তের ,খেলা এহেনও ভারী মজা
এই মজার মাঝেও কত বিষাদ রাজা সেজে আছে দেখো
আমি মুমূর্ষ রোগীর মত অপারগ নাগরিক দৃশ্য
২৬ বছরের চেনা কোলাহল আবার থেমে গেল এখন
সময়ের অপেক্ষায় থাকবো আবার বছরের পর বছর এমন দিন আসবে কখন।