আজ ১১ই এপ্রিল
দীর্ঘ ২৬ টা বছর তোর সাথে দেখা নেই
আমি জানতাম তখনই ;
তোর সাথে আর দেখা হবে না কখনোই
একটা রাষ্ট্রের কাঁটাতারের ব্যবধান এসে গিয়েছিল আমাদের জীবনে
পরবর্তীতে সেই ব্যবধানটা এসে গিয়েছিল
আমাদের শিক্ষার ব্যবধানে
অর্থনৈতিক ব্যবধানে
পারিবারিক স্ট্যাটাসের ব্যবধানে।
ব্যবধান তো ছিলই ছিল
তবু এত ব্যবধানের সব ব্যবধান ভেঙে ফেলেছিলাম মনের মাঝে
তোকে ভালোবাসি এ কথা বলতে পারিনি কোনদিন
আজ ২৬ টা বছর হয়ে গেল
আমি জানি ;তোর সাথে আমার দেখা হবে না আর কোনদিন
সেই ১৯৯৮ সালের ১১ই এপ্রিল
পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের ফার্স্ট ক্লাস ফার্স্ট বেঞ্চের ছাত্র ছিলাম
ঐ বিদ্যালয়ের ফার্স্ট ক্লাস ফার্স্ট গার্ল ছিলি তুই
আমি নাটকে; আবৃত্তিতে; একক অভিনয়ে কত পুরস্কার পেতে শুরু করেছিলাম
সমগ্র পল্লীমঙ্গল বিদ্যালয়ের তুই ছিলি একমাত্র শ্রেষ্ঠ ছাত্রী
মেধা তালিকায় তোর নাম ছিল সর্বোচ্চ স্থানে
তোকে দেখে গর্বের সীমানা থাকত না আমাদের ক্লাসে
মাঝে মাঝে আমি হিংসেও করতাম তোকে দেখে
কোন কারনে একদিন স্কুল কামাই গেলেও
স্কুলের হাফপিরিয়ডের পরেও ছুটে আসতাম
স্কুল বারান্দার পাশে তোকে দেখবো বলে
আজ সেই সব দিন কোথায় ……
দীর্ঘ ২৬ টা বছর পরেও তোর কথাই বারবার মনে পড়ে যায়
তুই হয়তো জানতি না; আমি তোকে ভালবাসতে শুরু করেছিলাম
তুই একথাও জানতিস না; আমি নিচ্ছি তোদের কাছ থেকে দীর্ঘকালীন বিদায়
এখনো যখন একা বসে থাকি নিরালায়
এখনো কাঁটাতার পেরিয়ে পাখিদের দল ওপারে উড়ে যায়
আমি আকাশ পানে চেয়ে চেয়ে ভাবি ওরা কি জানে তোর পরিচয় ?
আজ দীর্ঘ ২৬ টা বছর পরেও তোকে ভাবতে মন চায়।
তোকে ভাবতেই মন চায়।