সবুজ পাতার খামে ভরে
হলুদ গাঁদা চিঠি লেখে,
মুচকি হেসে হেমন্ত বায়
প্রেমের পরশ দেয় যে মেখে।
মাঠে ভরা সোনালী ধান
শিশির ঝরে দূর্বা ঘাসে,
কুসুম বাগে গোলাপ ফুলে
সুবাস ভরে মিষ্টি হাসে।
আমন ধানের মন মাতানো
গন্ধ ছড়ায় হিমেল বায়ে,
সর্ষে ক্ষেতে পল্লীবালা
শাকটা তুলে নূপুর পায়ে।
পাকা ধানে কাটতে চাষি
কাস্তে হাতে ছুটছে মাঠে,
বস্তা বোঝাই ধানটা লয়ে
খুশি মনে ফিরছে বাটে।
মুগ্ধতা যে আবেশ মাখে
হেমন্তের এই অরূপ রূপে,
বিভোর কবির মনটা তখন
কাব্য কথায় মগ্ন চুপে।