দারুণ রকম সোরগোল উঠে
হেঁসেল ঘরটা জুড়ে,
আদার সাথে টেক্কা দিতে
কাঁচালঙ্কা ঘুরে।
বাজার আগুন দ্রব্যমূল্যে
সবজি আকাশ ছোঁয়া,
ফাঁক ফোকরে টম্যাটোর লাফ
চোখে লাগে ধোঁয়া।
কাঁচালঙ্কার দামের রোয়াব
বিগড়ে লোকের মেজাজ,
ঘরে ঘরে ঝাঁঝালো ঘ্রাণ
যায়না পাওয়া আজ।
সুখদুখের সাথী হয়ে
আলুটা রয় পাতে,
খেতে নিরস মনটা বিরস
লঙ্কা ছাড়া ভাতে।
কপাল ভালো ছাদের টবে
বৌমার হাতের যশে,
ধানীমরিচ বেশ ফলেছে
তাইতে স্বস্তি বশে।