শিক্ষক দিবস মানাবো আজ
পাঁচ সেপ্টেম্বর দিনে,
সকাল থেকে তোড়জোড় চলে
লাউডস্পিকার বিনে।
শিক্ষা গুরু দিদিমণি
চলতে শেখায় পথে,
ছাত্র শিক্ষায় শিক্ষিত হয়
চড়বে সোনার রথে।
মায়ের কাছে হাতেখড়ি
প্রথম শিক্ষক তিনি,
বিদ্যালয়ে গুরুমশাই
দ্বিতীয় শিক্ষক যিনি,
ছোটো শিশু আমরা সবাই
গোলাপ দেবো হাতে,
ক্যাডবেরী আর. লজেন্স দেবো
আদরে সব মাতে ।
দুষ্টু মিষ্টি ছাত্র আমরা
মানুষ করো ভালো,
বড়ো হয়ে আমরা তখন
দেখাবো যে আলো।
নাচে গানে কবিতা পাঠ
শিক্ষক দিনে ভরে,
সিঙ্গারা আর জিলাপি রয়
হৃদে নন্দ ধরে।