সকল সময় কেন যে ভাবি তোমায়
আমি থাকি অপেক্ষায় হৃদি আঙিনাতে,
যদি তোমার হৃদয় এসে ধরা দেয়
আমি রাতদিন দেখি তোমায় স্বপ্নেতে!
কাব্যকথায় চোখেতে জল ভরে যায়
বুঝি দগ্ধ হই তিলে যন্ত্রণা স্বেচ্ছাতে,
অন্তরে নির্জনে কেন যে অনুভবি তোমায়!
খুঁজি আজও উত্তর ব্যর্থ সে প্রচেষ্টাতে।
কান পেতে কিছু শুনি উতল হাওয়া ,
মন খোঁজে সুখ সেই ক্ষণ ভালোবেসে !
ভাবনায় রঙ মিশে তোমায় পাওয়া,
অন্তর্যামী শুধু জানে থাকি কেঁদে হেসে ।
সময় স্বপ্নে যদিবা ধুলো দিয়ে যায়
সম্পর্ক অস্তিত্ব রাখে হৃদি জোছনায়।