অবুঝ বৃষ্টি ঝড়ে পড়ুক নোনা অভিমানে,
চলে যেতে দিও না সুজন,
বৃষ্টি ভেজা রাতে পিচ্ছিল
পথ ধরে!
চলো যাই মেঠো পথ ধরে
ব্যাঙ্গমা ব্যাঙ্গমীর রূপকথার দেশে,
যেখানে নেই কোন বিবাদ বিবাদীর ভাষা!
আছে শুধু নির্মল আকাশ ও চঞ্চল মেঘের
ভালো বাসাবাসি, আলোর আশা।
যে হৃদয়ে বাসে বাঁধা ভালোবাসা, সে হৃদয়েই শিকড় মাটি আঁকড়ে গাঁথে।
ফুলে ফলে নৈবেদ্য সাজাই তোমার চরণে।
সূর্যসম হয়ে অন্তরে আসন পেতো সুজন, থেকো আমার মুর্শিদ হয়ে।
বৃষ্টির মতো ভালোবাসারও যে কোন বিকল্প হয় না।