জীবনের অজানা এই স্রোতে
তোমারই কথা শুনি দূর হতে,
হোক তোমার ছলনার আশ্রয়
তবু তোমার জন্যে ব্যকুল হৃদয়!
ও মন পাখি কখন নেবে ডাকি ,
আমি যে তোমার অপেক্ষায় থাকি।
অদৃশ্য কোন সে বাঁধনে বেঁধেছ
সাঁঝের বেলায় এসে হেসেছ,
সুগন্ধি ফুলের সুমিষ্ট সুবাসে
তোমার কন্ঠে সুর ভেসে আসে ,
হালকা হাওয়ায় দূরের আকাশে
তোমায় কেন দেখি কোন আশে,
ভেবে না পাই হৃদয়ের মন্দিরে
গাঁথা মালা তোমার চরণে ধীরে,
সাজিয়ে রেখেছি যতনে মনে মনে
শুধু তোমাকেই দেখেছি দুটি নয়নে ।