তোমার চোখের নোনা অশ্রুকণা,
আমার নয়নে ঝরে অবিরাম।
তোমার কষ্টগুলো আমার হৃদয়ের ঘরে বৃষ্টির ফোঁটায় টিপটাপ চুঁইয়ে পড়ে অবিশ্রাম।
শিশির ভেজা ভোরের নরম আলোয়,
টুপটাপ পড়তে থাকা শিউলি ফুলের সুঘ্রাণ।
আকাশে বাতাসে শুভ্র মেঘেদের আনাগোনায় কাশফুলের আঘ্রাণ। শরতের আগমনে মনে জাগে হিল্লোল।
তোমার বাহুদ্বয়ে আমার হৃদয় দোলে দোদুল দোল!!