তিনটে টিয়ে ঝগড়া করে
সবুজ বনের ধারে,
টিটি ডাকে ভরিয়ে তোলে
জল পুকুরের পারে।
খুনশুটি আর ভালোবাসা তে
মেতে সবে থাকে,
সকাল সকাল বাঁশবাগানে
হুটোপাটি সব রাখে।
সবুজ রঙের বাহার কত
গলায় রঙের দাগ,
রক্ত বর্ণ চক্ষুদুটি
বাঁকা ঠোটের রাগ।
ভুট্টা লংকা খেতে পেলে
মনে খুশি রবে,
উড়ে বেড়ায়. আকাশ পানে
ওড়ে উদার নভে।
টিয়ার বিয়ে বৃষ্টি দিনে
চন্দনা যে কনে,
হট্টগোলে কান পাতা দায়
মাতে পশু বনে ।