আজকাল মনটা বিষণ্ণতায় হাহাকার করে–
মনে পড়ে শৈশব ,পিতৃ মাতৃ কোল!
কানে ভেসে আসে কত পরিচিত আপনজনের ডাক!
আজো টিকে আছি অতীত খুশির স্মৃতি নিয়ে।
স্মৃতির ভেলা চড়ে এপ্রান্ত থেকে ওপ্রান্তে শুধু ভেসে চলি,
কখনো মাঝে মাঝে নবারুণ স্বাগত জানাই–
শুনতে পাই কলিজার কত কত নতুন
ডাক
মনে তখন বসন্তের পিক কুহু কুহু করে আলোড়নের ঝড় তোলে
বিষণ্নতা ধীরে ধীরে কোথায় যেন হারিয়ে যায়।
মন ফিসফিস করে বলে বর্তমানের সুখ সাগরের বৈতরণী পার করো
তোমার মনে বিষণ্নতা কেন ?
সব ছিল,সব তো আছে, কিছু তো হারায় না!
তুমি সুখ সাগরে সাঁতরে এগিয়ে চলো
শুধু সম্মুখে এগিয়ে চলো
শুধু এগিয়ে চলো
জীবন তো একটাই!