হিয়া যেন এক উড়ন্ত প্রজাপতি
হৃদয় তার মোহে মুগ্ধ হলো অতি
সে যে চায় হতে তারই অধিপতি
স্বপ্ন দেখে যেন তারা সুখী দম্পতি।
হিয়া ছিল এক সাধারণ এলেবেলে
প্রিয় হল কানে যেন প্রেমসুধা ঢেলে
কি যে হল তার কেন হল কবে হল
কত প্রশ্ন তার হৃদয়ের হঠাৎ জাগল।
হিয়া অবাক হয়ে মনে মনে ভাবে
হৃদয় তাকে করে অন্তরে অনুভবে?
চঞ্চল কেন হল যেন তার হৃদয়
প্রেমাবেগ হল কি তবে মনে উদয়?
হৃদয় বড়ই উতলা জল মনে মনে
হিয়ার মন কি আদৌ তাকে টানে
ভালবাসি বোঝে না কেন সুজন
ভাললাগে বলে ভালবেসেছে মন?.
হৃদয় যেন আজ বড্ড ছেলে মানুষ
প্রেমের নেশায় হয়ে আছে বেহুঁশ
মন কেন তার মানে বোঝে না যে
সারাদিন থাকে সে হিয়ার খোঁজে।