আমার সবটুকু দিয়ে সাজিয়েছিলাম তোকে,
তোর অপরিতৃপ্ত মন মানেনি,
ছিনিয়ে নিতে এসে দেখলি
আমি নিঃস্ব।
তাতেও তৃপ্ত হোস নি।
আঘাতে আঘাতে জর্জরিত করেছিস।
আমার স্বপ্নে বোনা রাজপ্রাসাদ আজ তোর,
আমি পথের ধূলোয় ঠিক আছি।
সময়ের চোরাস্রোত বয়ে গেছে….
আমার থাকার জায়গার কাছেই
এক শ্মশান,
স্মৃতির ধূলো সরিয়ে সরিয়ে ঠিক চিনেছি তোকে।
চলেই আসছিলাম,
ছুটে এসে কেঁদে বললি,
আজ নিঃস্ব আমি,
ভেবেছিলাম উপহাস করবো,
পারলাম না।
কি,কবে, কেন, কি করে
আজ অপ্রাসঙ্গিক।
আজ আমি যেখানে, তুইও সেখানে।
আমার একবুক হাহাকার আজ তোকে গ্রাস করেছে।