হাসছি আমি হাসছো তুমি,
হাসছি সবে আহ্লাদী,
দুর্নীতিরই মান দেখে হায়
বেবাক হাসির পাল্লা দিই।
খুন করে যেই ফেরার হলো
টুইডেলডামের দলে
টুইডেলডি অস্বীকারে
বলছে যে ফাঁদ তল তলে।
তর্ক নিয়ে কচকচানি
বাসনমাজার দুই দলে
একবারটা মারছে ছোরা
তারপরে লাগছে গলে
সেই দেখে যে আমরা ভোটার
হাসছি বটে খিলখিলে
এটাই তো স্বাভাবিক এক মজা
আসছে হাসি দিলখুলে।
যেই পড়েছে নেতাবাবু
কিম্বা বিবির চক্করে
খুললে মুখই প্রাণবায়ুটাই
নিভিয়ে দেবে দপ করে!
তাই তো মাসি, তাই তো পিসি,
হাসছি মোরা একসাথে
দেখছি যখন দুর্নীতি ভোজ
খাচ্ছে সবাই একপাতে!
ভাগটা বটে সমান সমান
লোকের চোখে ধূল দিতে
নেতার সাথে নেত্রী বিলান
মুখ থেকে খই, ফুল ফ্রিতে!
বাইরে বলে ইস্টুপিড, আর
মন দিয়ে সব গাল পাড়ে
ভেতর ভেতর ভাইয়ে ভাইয়ে
ষড় করতেই গড় করে!
আমরা ভাবি অহি – নকুল!
আত্মা? হরিহর বটে
আমরা বোকা তাই তো হেসেই
খিলখিলিয়ে যাই ঘটে!
রামরাজারই রাজ্য এটাই
রহিমেরই ” রহম ” কই?
রামরহিমের মিশ্ররাগেই
আসছে হাসি হাসছি তাই!
রামকে টেনে নামানো যেই
রহিম হলো সম্রাট হে
আর রামের ষড়যন্ত্রবলেই
রহিম পড়ে ঘোর পাঁকে।
টুইডেলডাম টুইডেলডির
তাই কি আজ এ ঝগড়াটা
রাম রহিমের রূপটা নিলো
হাস্যপদ নয় এটা?
রাম রহিমের এই যে খেলা
তাই দেখে যে পায় হাসি
আমরা বোকা মানছিনা তা,
দিবসবিনাই তাই হাসি!