হাতি হাতি হাতি
আমার আদ্যিকালের সাথী
কাছে গেলে এখন ছোঁড়ো জোড়া পায়ের লাথি,
কারণ তুমি রামরাজ্যের রাষ্ট্রপতির নাতি।
হাতি হাতি হাতি
তিনটে নফর সাতটা দাসী মাথায় ধরে ছাতি।
পাড়ায় পাড়ায় রইল না কেউ বংশে দিতে বাতি ;
পোলাও খেয়ে বাড়ছো তুমি, খাদ্যমন্ত্রীর নাতি।
হাতি হাতি হাতি
রাজ্যপালের নাতি . . .।