হাতপাখার স্মৃতি জাগে হাঁসফাঁস গরমে,
দাবদাহে পুড়ে মরি জ্বলে যাই মরমে।
মনে হয় হাটে গিয়ে হাতপাখা আনি কিনে,
গরমে যে স্বস্তি নেই, তালপাতার হাতপাখা বিনে।
প্রগতির স্রোতে ভেসে গেছে চলে হাতপাখা,
গরমে অতিষ্ট হয়ে খুঁজি; যদি তার পাই দেখা।
গ্ৰামে গঞ্জে এখনো আছে হাতপাখার প্রচলন,
পাখা হাতে যেথা সেথা হাওয়া খায় লোকজন।
শহরে সবুজ নেই , কংক্রিট অট্টালিকা সারি,
বহে না শীতল বাতাস উষ্ণায়নের দাপট ভারী।