হাঁসের ছানা শোন্ রে মানা
যাসনে খালে বিলে,
ওৎ পেতে রয় আকাশে চিল
পেলেই খাবে গিলে।
আরো কত শত্তুর আছে
ফন্দি এঁটে থাকে,
ঘাপটি মেরে ধরে তোদের
সাবাড় করবে ফাঁকে।
পুকুর জলে সাঁতার কেটে
শামুক, গেঁড়ি তুলে,
মনের সাধে খেয়ে বাপু
খেল না হেলে দুলে।
কতো যত্নে আগলে রাখি
ভোঁদড় শেয়াল হতে,
বড়ো হলে চলিস নাহয়
নিজের খেয়াল মতে।
শোন্ রে সোনা হাঁসের ছানা
জ্বালাস নে আর মোটে,
একলা কোথাও যাবি নে কেউ
চলবি সবাই জোটে।