ঝড় হয়েছে গতকাল
ভেঙেছে কত গাছের ডাল
রক্তকরবীরা পড়েছে লুটায়ে ঐ শত শত
ভাঙ্গা আকাশের দিকে তাকায়ে আছি অবিরত
আগ্রাসী পবন হয়নি আপন যুদ্ধ আনে ক্রমাগত।
স্বপ্নগুলো ঝরে যায় অহরহ
শ্রেণিকক্ষের স্মৃতিগুলো হয়ে ওঠে দুর্বিসহ
ঘোলাটে মেঘ এই ঘোলাটে জীবন হতে কত ঋণ নিয়েছিল গতকাল
পুনর্জন্মের প্রায়শ্চিত্তের মহা রণনের প্রাক্কালে চেতনার আবির্ভাব হবে চিরকাল
নিশ্চিত প্রতিলিপির শেষ প্রান্তে এসে
যাবেনা;যাবেনা;যাবেনা;সবটুকু মিশে।
গহীন মেঘের রাগান্বিত মেঘালয় হেঁটে চলে যায় মেঘ হতে বহুদূর
প্রতীক্ষার অজস্র প্রাণ চেয়েছিল অবসান এই পন্থার
অপ্রাপ্ত ক্ষুধা রয়ে গেল অবশেষে হলো না যে কারণের প্রতিকার।