হবু রাজার গবু মন্ত্রীর
নেই আর কোন চিন্তা,
বিরোধীদল নেই যে রাজ্যে
তাক্ ধিনা ধিন্ ধিন্ তা!
চিরদিন তাঁর থাকবে গদি
থাকবে বিলাস ভবন,
যখন যেখানে খুশি যাবে
চাইবে যেথা মন।
দেশের প্রজা মরে মরুক
রাজার তাতে কি,
রাজা মন্ত্রীর দামি পোশাক,
গরম ভাতে ঘি!
ভেবেছিল, ভোট আসল নয়
নোট-ই আসল কথা,
নোটের কাছে, উজির-নাজির
নোয়ায় সবাই মাথা!
ভাবেনি যে কোন দিন-ই
সাহস হবে প্রজার,
দড়ি ধরে মারবে কি টান
ফেলতে গদি রাজার?
হঠাৎ একদিন বিদ্রোহীরা
ঘিরে ফেলে প্রাসাদ,
পালিয়ে যে বাঁচলো শেষে
এমনতর ফ্যাসাদ!