রুদ্র,
আজ হঠাৎ মুখোমুখি মেট্রোয়,
কতদিন পর দেখা হলো মনে পড়ছেনা!
বারো, চোদ্দো, আঠারো…..
না হলে বিশ বছর তো হবেই।
ছিমছাম চেহারাটার নাম ঘুচেছে,
বেশ মোটা হয়ে গেছো।
আমি একবারই দেখেছিলাম তোমাকে,
আর তাকাইনি,
খুব ইচ্ছে করছিলো জানো!
পারলাম না,
পারলাম না সময়কে ঠেলে এগিয়ে যেতে,
পারলাম না তোমার সুবাস নিতে,
সেই পারফিউমটা কি এখনো ব্যবহার করো রুদ্র?
কতোদিন তোমার নামটা বাজেনি আমার ঠোঁটে,
এক এক ষ্টেশনে ভিড় হচ্ছিল,
পর্দা পড়ার মত আড়াল হয়ে যাচ্ছিলে,
মাঝে মাঝে আবারো মুখোমুখি হচ্ছি দুজনা,
কেমন আছো তুমি রুদ্র?
ভালো আছো আমাকে ছাড়া?
জানো এখনো তোমার প্রিয় রঙের পোশাক আমি পরতে পছন্দ করি,
আজ চলুক মেট্রো,
চলুকনা দুজন যাত্রীকেই নিয়ে,
আজ থাকনা সারাটাদিন বিকেল হয়ে,
আজ তুমি কিছু বলবে হয়তো,
হাজার বছরের পিপাসার্ত হৃদয় শুধু শুনবে,
বলবে না রুদ্র?