কলকল করে বয়ে চলা নদীটা আজ যেন স্তব্ধ।
সে তার গতি হারিয়ে ফেলছে ক্রমশ।
সহস্র শৈবাল দাম ওর পথ রুদ্ধ করে দিতে চাইছে।
ও প্রাণপণ চেষ্টা করে চলেছে সমস্ত বাধা ছিন্ন করে
আবার আগের মত স্রোতস্বিনী হয়ে উঠবে।
উদ্দাম গতিতে ছুটে যাবে সমুদ্রের দিকে।
কি প্রচন্ড লড়াই চালিয়ে যেতে হচ্ছে ওকে প্রতিমুহূর্তে।
এত শৈবাল দামে রুদ্ধ করা পথ !
সব ছিন্ন করে এগিয়ে যেতে হবে ওকে।
না হলে যে ও স্রোতস্বিনী হয়ে উঠতে পারবে না আর।
তখন ওর নাম হবে মরা নদী।
না,ও মরা নদী হবে না।
ও শুনেছে মরা নদীর আর্তনাদ,
গুমরে গুমরে ফেলা প্রতিটা নিঃশ্বাস অনুভব করেছে।
তাই বিজয়ী ওকে হতেই হবে।
ঐ উত্তাল সমুদ্র যে ওকে হাতছানি দিয়ে ডাকছে।
ও যে আজও স্রোতস্বিনী হয়ে বয়ে চলেছে সমুদ্রের দিকে।