মাটির হৃদয় পুড়িয়ে পুড়িয়ে
লাল এখন
দেখ ধকধক করছে
তোমার চোখে কৃষ্ণচূড়া
অন্যের চোখে আগুন
মধু আর বিষ
একই পাত্রে
ইতিহাসের ঘুম ভাঙে রোজ
বদলে যায় স্রোত
নদী একই থাকে
মাটির হৃদয় পুড়িয়ে পুড়িয়ে
লাল এখন
দেখ ধকধক করছে
তোমার চোখে কৃষ্ণচূড়া
অন্যের চোখে আগুন
মধু আর বিষ
একই পাত্রে
ইতিহাসের ঘুম ভাঙে রোজ
বদলে যায় স্রোত
নদী একই থাকে