স্মৃতির স্তূপের জীর্ণ খাতায়
কিছু অচেনা ছুরির আঘাত l
অদৃশ্য অস্তিত্বে বিনিদ্র যৌবনের রাত,
মেঘে সঞ্চিত বেদনার সহিত করে খেলা l
বিদগ্ধ হৃদয়ের দহন জ্বালা,
বৃষ্টিহীন রাতে চাতকের ন্যায় ছটফটায় l
হাতের রেখা ও কপালের ভাঁজে
বৈচিত্র্যময় জীবনের কান্ডারী সীমায়িত l
বিষাক্ত অন্ধকারাচ্ছন্ন কুয়াশায় শুনি…
অনাকাঙ্খিত হিংস্রতা l
হৃদয় কক্ষে অবিশ্বাসের আঁচড় ফেলেছে গভীর ক্ষত,
যা চির উজ্জ্বল আজও ll