টুকরো টুকরো স্মৃতির ঝাঁপি খুললে
বিষাদের হাহাকার শুনি।
অতঃপর ভারবাহী দিনে ফ্যাকাশে মনে
নীরবতা বগলে নিয়ে এক খুনী।
উপড়ে ফেলে অবেলার তিক্ততা,
মানুষটা এখনো পারে নি নিতে জয়ীর নিশান,
কত শোকে দুর্বিনীত সময় গড়গড়ায়,
কত বিলাপেও খোলে না বদ্ধ আগল,
ঐ ঐ অশুভ স্মৃতিদের ধারাবাহিক কুচকাওয়াজে
ভয়ে জড়সড় অভুক্ত প্রাণী।
এমন জড়তা তুচ্ছ জ্ঞানে অবহেলায়
সাগরে দাও না বিসর্জন।
তরঙ্গের সাথে সাথে সব দুস্মৃতি ভেসে গেলে
সঙ্গে পাবে স্বচ্ছ আসমান,
তখন উৎসবের উপত্যকায় হেসে খেলে নেচে
দুরাত্মা-হননে লাগবে না কামান।