কয়েকশো বছরের পুরানো সেই দিনের স্মৃতিগুলো
ছটফট করতে লাগলো হঠাৎ বুকের ভিতরে,
যেনো তারা এক্ষনি বেরিয়ে আসতে চায়
বদ্ধ খাঁচা ভেঙে
হৃদয়ের সকল আগল খুলে,
মনের ভেতর ঘরের জমা পাথরগুলো
একটু একটু করে কেটে সিঁড়ি বেয়ে নেমে আসবে
সকল জমা মান-অভিমানের করিডোর ঘেঁষে,
জাগিয়ে তুলবে তোমাকে।
সেই স্মৃতির শরীর জুড়ে
রয়েছে অসংখ্য উপমার ঝর্না ধারা,
যেনো তুষার দেশের গিরি উদ্যানে
স্বর্গের সুধা ঝরানো মোতির কুঁড়ি,,,,।
সাত সাগরের লোনা জলে ভিজে
ব্যাস্ত জনপদ পার করে,
সহস্র বছরের পুরানো স্মৃতিটুকু হঠাৎ
হুল্লোড় করে কথা বলতে চায়,,,
সে বলে ওঠে—
বড়ো ভালোবাসি তোমায়,,,,
ভীষণ , ভীষণ, আরও ভীষণ ভালোবাসতে যে ইচ্ছা হয়,,,।
আমার সকল অশান্ত প্রেম
আমার কবিতায় বোনা শব্দরা
জমাট বাঁধা বরফের টুকরো গুলো দুই হাতে সরিয়ে
বেদনার আবেগ ঘন মুহূর্তের
উষ্ণ ছোঁয়ায় বিলীন হতে চায়
অশ্রু ভেজা নীল চোখের তারায়।
শুধু সে জানুক আর কেউ নয়
কতটা বিষন্নতায় ভরা এ হৃদয়।