পিতা গোবিন্দসুন্দর মাতা চন্দ্রকামিনী
পুত্র রামেন্দ্র সুন্দর ত্রিবেদী,
মুর্শিদাবাদ কান্দিমহকুমার জেমোতে জন্মগ্রহণ
ছিলেন জিঝৌতিয়া ব্রাহ্মণ সম্প্রদায়ী।
বাংলা ভাষার চর্চার জন্যই বিখ্যাত
কান্দি ইংলিশ স্কুলে পড়তেন,
প্রেসিডেন্সি থেকে এফ এ পরীক্ষায়
দ্বিতীয় স্থান অধিকারী হলেন।
১৮৮৬ সালে রসায়ন ও পদার্থ বিজ্ঞানে
প্রথম স্থান অর্জন করেন,
প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি লাভ
১৮৮৮ সালে স্নাতকোত্তরে পেলেন।
পদার্থ বিজ্ঞান রসায়ন বিজ্ঞানের অধ্যাপক
তবু বাংলা সংস্কৃতিকে ধরে রাখেন,
মনন ও রচণারীতিতে স্বাতন্ত্রতা বজায়,
বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি পদে আসীন।
বৈজ্ঞানিক দার্শনিক ও সাহিত্যি
ত্রিধারা সমন্বয়ে বাংলা ভাষায় চলেন
দুর্বোধ্য বিষয় গুলি সহজ করে বাংলায়
পাঠকের উপযোগী করে তোলেন।
বঙ্গলক্ষীর ব্রতকথা, চরিত কথা, জিজ্ঞাসা
শব্দ কথা, জগৎ কথা, ধর্ম্মের জয়,
রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর লেখা গ্রন্থ আরো
বিচিত্র জগৎ, প্রকৃতি, মায়াপুরী রয় ।
১৯০৩ সালে রিপন কলেজে
স্থায়ী অধ্যক্ষ পদে উন্নীত হন,
আমরণ এই পদে আসীন ছিলেন
১৯১৯ সালে ৬ই জুন পরলোকগমন।
বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা তারই হাত ধরে
স্মরণ করি ভাষার বিজ্ঞানী হে!
বক্তৃতা বাংলাগ্রন্থ প্রবন্ধের দ্বারা অনুপ্রাণিত
রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর অবদান যে।