উজ্জ্বল যে মান্না প্রবোধ চন্দ্র নামের আড়ে,
সুর সাধনায় নিত্য,
সহস্রাধিক গানে যিনি জয় করেন চিত্ত
সঙ্গীত জগতে বিত্ত ।
বাংলা হিন্দি চলচ্চিত্রে অসীম অবদানে
সুযশ সবার মুখে,
‘ কফি হাউসের সেই আড্ডাটা’ বিখ্যাত গানে
ঢেউ জাগে আজো বুকে।
লেখাপড়ায় মেধাবী আইনের ছাত্র মান্না
সঙ্গীত জগত মাঝে,
জীবনের পথ যে বেমালুম বদলে তাতে
সুরেতে মনটা রাজে।
মারাঠী গুজরাঠী কতনা ভাষার সঙ্গীতে
অবদান তাঁর আছে,
‘ কাহারবা নয় দাদরা বাজাও’ মন হরে
টানে সবারেই কাছে।
বিবিধ সম্মানে জয়ের শিরোপা শোভে তাঁকে
বিশ্ব জুড়ে পান খ্যাতি,
পদ্মশ্রী পদ্মভূষণ দাদা সাহেব ফালকে
জ্বালে যশের বাতি।
‘যদি কাগজে লেখো নাম সেনাম মুছে যাবে’
মরমী দরদী সুরে,
যদি হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে’
মান্না দে হৃদয় জুড়ে।