পঁচিশে বোশেখ রবি ঠাকুরের,
পূজা করিবার তরে ।
আনিয়াছি ফুল রজনীর মালা,
কতো না সোহাগ ভরে ।
পৃথিবীর সব নরনারী জানে ,
রবি ঠাকুরের নাম ।
জানে তারা তার জনমের ভূমি,
ভারতে তাহার ধাম ।
পুঁথিগত পাঠে ছিল নাকো মন,
প্রকৃতির পাঠ পড়ে।
লিখেছেন কত কবিতার বই
শেষ মিল জড়ো করে।
কভু তিনি কবি কভু গীতিকার,
প্রবন্ধকার ও বটে।
নাট্যকার আর গল্পকার তিনি ,
কত জ্ঞান ছিল ঘটে।
সাহিত্যের যত দিক আছে তার,
অজানা ছিল না মোটে ।
বহু প্রতিভার পাপড়ি মেলিয়া
ফুল হয়ে তাই ফোটে।
নোবেল প্রাইজ পান অবশেষে ,
লিখে গীতাঞ্জলি কাব্য ।
গানগুলি ছিল অতি সুমধুর
অতিশয় সুখশ্রাব্য।
সেই থেকে তিনি পৃথিবীর কবি ,
শুধু ভারতের নয়।
আজো জাগরুক প্রতিভা তাঁহার,
হবে নাকো কভু লয়।
প্রাণের প্রদীপ জ্বালিয়ে আবার ,
এসো আমাদের মাঝে।
এসো হে মহান লয়ে নব প্রাণ ,
নব রূপে নব সাজে।