কই আর তোমাকে বললাম,
পরিত্রাতা হও ,রক্ষা করো,স্নেহ মায়া-মমতায় এসো
ছাতা হয়ে আবৃত করো এ সংসার।
নিজ স্বভাব গুণেই তুমি,যেখানে যাও,অটুট বন্ধনে দায়িত্বশীলা,কাজে একাত্ম হও দেখি,কেননা তুমি
এক নারী,আপন গুনে স্বয়ংসিদ্ধা ।
তোমায় ডুবুরি হওয়ার তালিম দিনই কোনদিনও, শেখায় নি কখনো উপোসী পেটে ঘন্টার পর ঘন্টা
কিভাবে থাকতে হয়!
তুমি নিজগুনে, সব কষ্ট সহ্য করেও,নিজের গ্রাস
তুলে দাও অতিথি আপ্যায়নে।
কালবৈশাখীর ঝড়ের তাণ্ডবে তুমি হওজগৎজননী রক্ষাকারী,
সকল আঁচ সব একাহাতে মোকাবিলা করে বাঁচাও স্বামী,পুত্র সন্তান।
আমরা শিখেছি শুধু,এতো কিছু পেয়েও নেমো হারামের মতো দোষ ত্রুটি ধরে সমালোচনায় বিদ্ধ করতে ,মজা লুটতে।
ওদিকে নিঃশব্দে অভিমানী মেঘ হয়ে,আপন ছন্দে,আকাশের বুকে ভাসো ,
ঝরে পড়ো বৃষ্টি হয়ে আবার স্বয়ংসিদ্ধা রূপে ঝলমলিয়ে রোদ্দুর হওয়া।