নাইরে লাজ ঘৃণ্য কাজ
নেইকো বিবেক মান হুশ,
খাচ্ছে লুটে লোক ঠকিয়ে
কথায় কথায় নিচ্ছে ঘুষ।
সমাজ নীতির দিয়ে বিসর্জন
অনৈতিক কাজ চলছে রাশ,
স্বার্থলোভী মানুষ যে আজ
স্বার্থ সাথেই করে বাস।
নাইরে লাজ ঘৃণ্য কাজ
নেইকো বিবেক মান হুশ,
খাচ্ছে লুটে লোক ঠকিয়ে
কথায় কথায় নিচ্ছে ঘুষ।
সমাজ নীতির দিয়ে বিসর্জন
অনৈতিক কাজ চলছে রাশ,
স্বার্থলোভী মানুষ যে আজ
স্বার্থ সাথেই করে বাস।