বলতে পারো সত্যিকারের স্বাধীনতার মানে, শেকল বাঁধা পরাধীনতা গ্লানি কজনই জানে!
স্বাধীনতা বুঝতে শেখায় মেলতে শেখায় ডানা,
বীর শহীদের রক্ত মাখা কত ইতিহাস অজানা!
স্বাধীনতার খোলা আকাশে ভাসছে উড়ন্ত পাখি, জাতীয় পতাকা হাতে শিশু,হুল্লোড় ডাকাডাকি।
স্বাধীনতা ছিল মুক্তিযুদ্ধ ইংরেজদের অপশাসন,
আজ স্বাধীনতা রঙ পাল্টে,ক্ষমতা জাহির ভাষণ।
স্বাধীনতা আজ মিছিল,মিটিং আক্রমণের ধার,
স্বাধীনতা নয় বছর গোনা আর এক বছর পার!
একটু শান্তি স্বাধীনতা চাই তেরঙ্গা পতাকা জুড়ে,
পরম প্রাপ্তির স্বাধীনতা এবার পঁচাত্তরতম বছরে।
স্বাধীনতা হলো স্বাধীন দেশের উন্নয়নেরই চাকা,
আমার দেশ ভারতবর্ষ,স্বাধীনতা তেরঙ্গা পতাকা।
কত শহীদের প্রাণ বলিদান,ইতিহাস পাতা জুড়ে,
আজও স্বাধীনতা হাতড়ে চলি,বছর আসে ঘুরে ।
স্বাধীনতা আসে,স্বাধীনতা ভাসে স্বকীয় ধারা মত্ত,
স্বাধীনতা নয় স্বেচ্ছাচারিতা নিয়ম ভাঙা- উন্মত্ত।
স্বাধীনতা পার বছর বছর,শহীদ স্মৃতিতে মালা,
উৎযাপনে বাজে ডিজে বক্স,হুল্লোড় কানে তালা।
স্বাধীনতা মানে বুঝি কয়জনে,মহত্ব ত্যাগ স্বীকার,
স্বাধীনতা নয় শাসন ভাষণ,পিঠ চাপড়ানো বিকার।
স্বাধীনতা হোক খোলা আলোচনা,সমৃদ্ধ যুক্তি তর্ক,
স্বাধীনতা হলো সুরক্ষা কবজ,শত্রু দেশ হও সতর্ক।