স্বাধীনতা তুমি, দীপ্ত সূর্য
আলোয় ভরা দিন,
মায়ের – বোনের বুকের মাঝারে
বিয়োগ ব্যথা বীণ।
স্বাধীনতা তুমি, সাদা থানেতে
শত মায়ের মুখ,
তোমায় আনতে কত না বোনের
হৃদয় ভরা দুখ।
স্বাধীনতা ,তবু তোমার জন্যেই
মা- বোনেরা যে হাসে,
বিজয়ের সুখে ভুলে সব দুখে
ঝরছে খুশি রাশে।
স্বাধীনতা তুমি, লাল সবুজের
নিশান হয়ে আজ,
মুক্তি সুখে বাংলার বুকে
সুযশে করো রাজ।
স্বাধীনতা তুমি, শহিদ ভায়ের
আত্মদান গাঁথা,
তোমার জন্যে বিশ্ব- বাসীর
শ্রদ্ধা নত মাথা।।