চাইলে কি আর গাইতে পারো
আপন প্রাণের গান?
বৃষ্টি ভিজে পারো কি নিতে
হাসনুহানার ঘ্রাণ?
ভাঙতে পারো বন্ধ ঘরের
নিষেধ ভাঙা দেওয়াল!
মনের সুখে বাইতে পারো
ইচ্ছেডিঙির ওই হাল!
মাখতে পারো চাঁদের আলো
রাতের উঠোনে একা?
ঘুম ভাঙা চোখ পায় কি তোমার
রবির আলোর দেখা?
ছুটতে পারো দূর নিরালায়
মনটা যখন চায়?
বসতে পারো দন্ড-কয়েক
বনের আবছায়ায়?
ঘাসের কোলে হাতটি রেখে
পেরেছো ছুঁতে মাটি!
খিদে পেলেই দিয়েছো মুখে
দুধে ভরা ওই বাটি?
দূর আকাশের মেঘের মতোই
অধরা আজও সব!
তবুও বলবে স্বাধীন তুমি
তোমার এ উৎসব!