ইচ্ছা ছিল বহুদিনের,অপরাহ্নের পড়ন্ত আলোয়
তোমায় নিয়ে হাঁটবো নীল নির্জন সমুদ্রতটে।
হাতে থাকবে তোমার হাত,মুখে থাকবে না কোন কথা
থাকবে শুধু দুটি হৃদয়ের দেওয়া নেওয়া।
আজ বোধহয় সেদিন এলো আমার কাছে
পৌঁছে গেলাম সমুদ্র বেলাভূমিতে।
সেই পড়ন্ত বেলা, সেই সমুদ্রের জলোচ্ছাসের শব্দ
শোনা যায় কানে, হেটে যাচ্ছি তোমার হাত ধরে।
মুখে কোন কথা নেই, কিন্তু চুপ করে নেই হৃদয়
সেখানে জাগছে সমুদ্রের জলোচ্ছাসের শব্দ।
এই শব্দে মুখরিত তোমার আমার দুটি মন
শিহরিত হচ্ছি বারেবারে, তোমার হাতের কোমল স্পর্শে।
আজ আমি হারিয়ে যেতে চাই
তোমার নীল চোখের তারায়।
যেখানে কেউ জানবে না
হারিয়ে গেলাম আমি নীল নির্জন উপত্যকায়।।