বিশুদ্ধ প্রেম মাতাল তুমি,
তবুও অবলীলায় নিজেকে বলো অপ্রেমিক!
স্পর্শ না করেও কেউ মনের
অলিন্দে শিহরণ তোলে,
ওঠায় তীব্র ঝড়।
অভিসারে চলে বিরহিনী রাধা
তুমি যাও তার কাছে, সুখী হও।
পর্ণমোচী কুটিরে বেঁধো আলোমাখা স্বপ্নঘর!
বিশুদ্ধ প্রেম মাতাল তুমি,
তবুও অবলীলায় নিজেকে বলো অপ্রেমিক!
স্পর্শ না করেও কেউ মনের
অলিন্দে শিহরণ তোলে,
ওঠায় তীব্র ঝড়।
অভিসারে চলে বিরহিনী রাধা
তুমি যাও তার কাছে, সুখী হও।
পর্ণমোচী কুটিরে বেঁধো আলোমাখা স্বপ্নঘর!