স্বপ্নটা ভেঙ্গে গিয়েছে ভাবছো—
স্বপ্ন কখনো ভেঙ্গে যেতে পারে না।
ঘুম ভেঙ্গে যায় স্বপ্নেরা লুকিয়ে থাকে।
আর যে স্বপ্ন মানুষ জেগে জেগে দেখে,
সে স্বপ্ন মানুষ কে অনন্তকাল বাঁচিয়ে রাখে।
বিশ্বের নিঃস্বতম মানুষ তো হয় সেই
যে স্বপ্নটাকে হারিয়ে ফেলে অচিরেই।
জীবনের প্রতি আনমনে ভাবতে নেই
বহু যুগ ধরে জেগে জেগে স্বপ্নেরা আসে ,
নিজেকে বিকিয়ে দিতে চায় অবহেলে–
তবু মানুষ স্বপ্ন দেখে,স্বপ্নের জাল বোনে!
ক্লান্ত দুপুরে, নিঝুম রাতে নিজেকে হারায়,
অজানা প্রান্তর থেকে অসীম দিগন্তরেখায়!
এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মন ভেসে চলে,
স্বপ্নের পিছু পিছু, অমূল্য এক খনির সন্ধানে!