বেলা শেষের মনভোলানো পশ্চিমের আলো!
দারুচিনি দ্বীপের উপর কথাকলি মেঘ স্হির।
মায়াবী সন্ধ্যার ওড়না নেমে আসে
নীলাঞ্জনা নদীর শ্যামল বুকে।
জল নুপুরের রিনিঝিনি বেজে চলে শ্যামাঙ্গী দ্বীপে।
নীল নবঘনে উড়ে চলা মেঘ নিয়ে আসে শুভবার্তা,
সজল বরষা মেঘ পিয়নের হাতে পাঠায় ভালোবাসার চিঠি!
লাজুক নদীর নীল আঁচলে ভাসে বেলা-শেষের মেঘ,
নীলাঞ্জনা শ্যামাঙ্গী বর্ষার!
স্বপ্নে ভাসে দারুচিনি দ্বীপ!