চোখের নিচে কিসের এ দাগ
রাত্রি জাগা কালি
বুকের ভিতর জমেছে স্তর
পলিবিহীন বালি ?
ঠোঁটের শস্য কীটপতঙ্গ
খায় কি কুরে কুরে
স্বপ্নগুলো আটকে আছে
শীর্ণ নদীর চরে ।
চোখের নিচে কিসের এ দাগ
রাত্রি জাগা কালি
বুকের ভিতর জমেছে স্তর
পলিবিহীন বালি ?
ঠোঁটের শস্য কীটপতঙ্গ
খায় কি কুরে কুরে
স্বপ্নগুলো আটকে আছে
শীর্ণ নদীর চরে ।